শ্রীমঙ্গল প্রতিনিধি:
“সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি(সনাক), টিআইবি শ্রীমঙ্গল কর্র্তৃক বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। স্বজন সদস্য নিতেশ সুত্রধরের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক টিআইবি শ্রীমঙ্গল এর সাবেক সভাপতি অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান সনাক সদস্য অয়ন চৌধুরী, স্বজন সমন্বয়কারী এস.এ. হামিদ; সাবেক সমন্বয়কারী বর্তমান সদস্য সৈয়দ ছায়েদ আহমদ প্রমুখ।
পানি দিবসে টিআইবি’র দাবি সমূহ উপস্থাপনা করেন ইয়েস দলনেতা পারভেজ হাসান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সনাক সদস্য রহমত আলী, জহর তরফদার, শাহ আরিফ আলী নাসিম, স্বজন সদস্য জনাব আব্দুর রহমান, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীবৃন্দ।
Post Views:
0