ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার শেরপুরে ভাড়া নিয়ে বাক বিতন্ডার জেরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হাফনান নিহতের ঘটনায় গাড়ী চালক জুয়েল আহমদকে সিলেট ও সহকারী মাসুদ মিয়াকে সুনামগঞ্জ থেকে রোববার সকালে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে তাদের।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল আহম্মদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে আদালতে প্রেরন করার পর আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করব। মামলা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি প্রতিবেদককে বলেন, দাফন শেষে পরিবারে সদস্যরা মামলা করবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ও সহকারী’র দায় স্বীকার
