শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মসজিদের অজু’র পানির সংকট সমাধানে আর্থিক অনুদান প্রদান করেছেন লন্ডন প্রবাসী এবং ওই স্কুলের প্রাক্তান ছাত্র কামরুজ জামান জুয়েল।
গতকাল রোববার দুপুরের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর হাতে নগদ ২২ হাজার ৫শত টাকা তুলেন দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুল আনাম চেমন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মামুন আহমদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুনসুর ইকবাল, মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ ও লন্ডন প্রবাসী দেলওয়ার হোসেন প্রমুখসহ শিক্ষার্থিীরা উপস্থিত ছিলেন।
লন্ডন প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কামরুজ জামান জুয়েল জানান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুনসুর ইকবাল তার কাছে বিদ্যালয়ের মসজিদের শিক্ষার্থীদের অজুর পানির জন্য একটি ট্র্যাংকি নির্মানের প্রস্তাব দেন। এবং প্রায় ২২ হাজার ৫শত টাকা খরচ হবে বলে জানান। তারই অংশ হিসাবে তিনি মসজিদের শিক্ষার্থীদের অজুর পানির জন্যর সমস্যা সমাধানে একটি ট্র্যাংকি নির্মানের জন্য এ আর্থিক অনুদান প্রদান করেন।
Post Views:
0