কমলগঞ্জ প্রতিনিধি:
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৮ মার্চ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্টিত হবে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল হতে গভীর রাত্রি পর্যন্ত চায়ের দোকান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্টান,অফিসপাড়া,রাস্তাঘাট,বিভিন্ন হাট বাজার সর্বত্র চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এছাড়া গাড়িতে করে বাদ্য যন্ত্র বাঁজিয়ে মাইকে বিভিন্ন ধরনের গান-বাজনা করে প্রচারণা করছে। প্রচার-প্রচারণায় উপজেলার প্রত্যন্ত এলাকা এখন সরগরম। গাছে গাছে,ব্যানার,ফেষ্টুন,পোষ্টারে ছেয়ে গেছে শহর থেকে গ্রামের পাড়া মহল্লা।
কমলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১ লাখ ৭৯ হাজার ৪শ। তন্মধ্যে পুরুষ ৮৯ হাজার ৫শ ৬৪ জন মহিলা ৮৯ হাজার ৮শ ৩৬ জন। ৭২টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।
বিএনপির অংশ গ্রহণ বিহীন কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান(নৌকা প্রতিক)। অপর প্রার্থীরা হচ্ছে মৌলভীবাজার ৪ আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড.উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপির ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল (আনারস প্রতিক) এবং ওয়ার্কাস পার্টির প্রার্থী আব্দুল আহাদ মিনার (হাতুড়ি)। উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ২জন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলি (ফুটবল)ও বিলকিস বেগম (পদ্মফুল)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৪জন। তারা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী (তালা),সাব্বির এলাহি(চশমা),রামভজনকৈরী(টিউবয়েল) ও আব্দুল মুয়ীন ফারুক(মাইক) প্রতিকে নির্বাচন করছেন। প্রার্থীরা কাক ঢাকা ভোর থেকে শুরু করে গভীর রাত্রি পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। নানা গুরুত্বপূর্ণ এলাকায় সভা করছেন। এছাড়া বাড়ীতে বাড়ীতে উঠান বৈঠক ও করছেন। প্রার্থীদের একটুও ফুরসত নেই। ভোটারদের মন জয় কারার জন্য নানান কৈশল ব্যবহার সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলে ও মূল লড়াই হবে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। অপরদিকে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর নেতা,কর্মী,সমর্থকরা একরকম মূখোমূখি অবস্থান করছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা পরিষদ নির্বাচন কমলগঞ্জে নির্ঘুম প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
