কমলগঞ্জ প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। বুধবার (১৩মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র্যালীটি তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেকুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরাসহ সরকারি কর্মকর্তা,সাংবাদিক,সুশীল সমাজ ও বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
Post Views:
0