স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মিতা ভূঁইয়া’র (ফুটবল) নির্বাচনী পোস্টার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মীরা ছিড়ে ফেলার অভিযোগ করছেন। বুধবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
এসময় তিনি বলেন, নতুন প্রার্থী হিসেবে আমার জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পরিকল্পিত ভাবে উপজেলার বিভিন্ন জায়গায় আমার পোস্টার ছিড়ে ফেলেছে। স্থানে স্থানে প্রচারণার কাজেও আমার কর্মীদের বাধা দিচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, তাহমিনা আক্তার, ইসরাত জাহান ও লিমা আক্তার।
মৌলভীবাজারে পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ
