স্টাফ রিপোর্টার:
জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে একাদশ সংসদ নির্বাচনে জয়ী গণফোরামের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বৃহস্পতিবার শপথ নেয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ৭ মার্চ বেলা সাড়ে ১১টায় স্পিকারের কার্যালয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ পড়াবেন।
মনসুরের শপথের খবর শুনে আনন্দিত তার নির্বাচনী এলাকা মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ভোটাররা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুলতানকে অভিনন্দন জানাচ্ছেন। এদিকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথের সিদ্ধান্ত নেয়া সুলতানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায়- তা ঠিক করতে দফায় দফায় বৈঠক করেছেন গণফোরামের শীর্ষ নেতারা। কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছুতে পারেননি দলটির নেতারা।
মৌলভীবাজার-২ আসনের একাধিক ভোটারের সাথে কথা হলে তারা বলেন, দীর্ঘ দিন ধরে কুলাউড়া উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত। এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে দলমত নির্বিশেষে যোগ্য প্রার্থী হিসেবে গত নির্বাচনে আমরা উনাকে ভোট দিয়েছি। বিলম্বে হলেও উনি শপথ নেয়ায় আমরা আনন্দিত। আশাকরি এলাকার উন্নয়নে তিনি অতিতের মতো ভুমিকা রাখবেন।
দীর্ঘ দিন পরে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়ে আপনি শপথ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে সুলতান মনসুর প্রতিবেদককে বলেন, “এবিষয় নিয়ে আপনাদের সাথে পরে কথা হবে”।
সুলতানের শপথের খবর শুনে আনন্দিত ভোটাররা
