স্টাফ রিপোর্টার:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সমর্থিত প্রার্থী আলাউর রহমান টিপু গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে আল ইসলার উপদেষ্ঠা সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাংবাদিক সালাউদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় বক্তব্য রাখেন হাফিজ মাও: আলাউর রহমান টিপু।
এসময় তিনি বলেন- ভোট সুষ্ঠু হবে কিনা সেটা শুধু আমাদের নয় ভোটারদের প্রশ্ন? ভোটাররা কেন আগ্রহী নয়। তা নিয়ে আমরাও উদ্বিগ্ন। আমরা চাই ভোটার কেন্দ্রে এসে ভোট দিবে। এর জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। তবে ৯৫% মানুষ বলছেন ভোট দেবার ইচ্ছা নেই। তারপরও তারা আমাদের আশ্বস্থ করছেন।
তিনি আরোও বলেন- উপজেলা পরিষদের দেয়া বরাদ্ধ ছাড়াও ব্যক্তিগত ও সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাড়িয়েছি। বিভিন্ন ভাবে সামাজিক কাজ করেছি। বিশেষ করে গত বন্যায় বাড়ি বাড়ি গিয়ে মানুসের কাছে ত্রাণ বিতরণের চেষ্টা করেছি। আমি মানুষের জন্য কাজ করতে চাই।
এছাড়া আরোও বক্তব্য রাখেন- আল ইসলার সহ-সাধারণ সম্পাদক মো: এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দিন, অফিস সম্পাদক শফিউল আলম সোহেল।