ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার মডেল থানায় দায়ের করা আওয়ামীলীগ নেতা সেলিম হকের একটি মামলা থেকে জামিনে মুক্তি পেলেন পৌর যুবদলের প্রচার সম্পাদক মোঃ জাফর আহমদ। গত ০৫ মার্চ ২০১৯ইং তারিখ আদালত তার জামিন মঞ্জুর করে। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ জামিন মঞ্জুর করেন। জাফর আহমদের জামিনের খবর পেয়ে যুবদল নেতাকর্মীরা মৌলভীবাজার জেলা কারাগারের সামনে উপস্থিত হয়ে বিকাল ৫টার দিকে মোঃ জাফর আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মামলা সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর ২০১৮ইং সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পৌর শহরের বনশ্রী ভোট কেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টদের বাহির করে দেয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় দলের অনেক নেতাকর্মী আহত হন।