ষ্টাফ রিপোর্টার ঃ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির (২০১৯-২০২০) নির্বাচনে অ্যাডভোকেট এস এম আজাদুর রহমান সভাপতি ও অ্যাডভোকেট কামরেল আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দিনব্যাপি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে অ্যাডভোকেট এস এম আজাদুর রহমান ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ চৌধুরী ১৪০ ভোট পান। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরেল আহমদ চৌধুরী ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট আব্দুল খালিক পেয়েছেন ১৩২ ভোট।
সহ-সভাপতি পদে এটি এম আব্দুল মান্নান ২১৬ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুক মিয়া ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল মান্না চৌধুরী, অ্যাডভোকেট সুবিমল লিন্দকিরি, অ্যাডভোকেট সুরাইয়া খাতুন, অ্যাডভোকেট সৈয়দ খালেদ আহমদ ও মোঃ আশরাফ হোসেন নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট প্রীতম দত্ত সজিব ও লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ভূপতি রঞ্জণ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মুমিত চৌধুরী ও অ্যাডভোকেট অম্লান দেব রাজু ।
Post Views:
0