স্টাফ রিপোর্টার:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭১৮টি ¯œাতক (সম্মান) পাঠদানকারী কলেজের মধ্যে ২০১৭ সালে শিক্ষার মানোন্নয়নের প্রতি দৃষ্টি রেখে বিভিন্ন র্যাংকিং-এ সেরা অঞ্চলভিত্তিক ৬৮টি কলেজের নাম ঘোষণা করা হয়। এই তালিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট অঞ্চলভিত্তিক সেরা কলেজে স্থান পেয়েছে মৌলভীবাজারের দুটি কলেজ।
সোমবার গাজীপুর ক্যাম্পাসে এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ ঘোষণা দেন।
সিলেট অঞ্চলে মৌলভীবাজারের সেরা কলেজগুলো হলো মৌলভীবাজার সরকারি কলেজ (৫২.৪৩), শ্রীমঙ্গল সরকারি কলেজ (৪৮.৫৫)।
এই তালিকায় মৌলভীবাজারের দুটি কলেজ স্থান পাওয়ায় কলেজগুলোর শিক্ষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এসময় তারা বলেন, মৌলবীবাজারের কলেজগুলো আরো এগিয়ে যাবে শিক্ষার মানোন্নয়নে। এবং সেই ধারাবাহিকতা বজায় রাখবে কলেজগুলো।
এক প্রতিক্রিয়ায় মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী বলেন, এটা নিয়ে খুব একটা সন্তুষ্ট নয়। তবে আমরা চাই র্যাকিংয়ে আরো এগিয়ে যাবো। এবং সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করব। এই লক্ষে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।