কমলগঞ্জ প্রতিনিধি:
দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন আওয়ামীলীগের এক বিদ্রোহী প্রার্থী। তিনি কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল গফুর। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজারের জেলা রিটানির্ং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে যাছাই বাচাই ও আপিল শেষে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ৪ জন। আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যাপক রফিুকর রহমান, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর, মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদের ছোট ভাই উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ (বুলবুল) ও ওয়ার্কার্স পার্টির মনোনিত আব্দুল আহাদ (মিনার)। ২৮ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন হলেও বুধবার সকালে কমলগঞ্জে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলমের কার্যালয়ে গিয়ে প্রার্থীতা প্রত্যাহারের লিখিত আবেদন করেন। আব্দুল গফুর বলেন, দলীয়ভাবে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমানকে মনোনয়ন দিয়েছে। তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র জমা করেছিলেন। আবার বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদও আওয়ামী ঘরানার। অনেক কিছু ভেবে চিন্তে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, কমলগঞ্জের উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে আব্দুল গফুর প্রার্থীতা প্রত্যাহারের আবেদন দিয়েছেন।
কমলগঞ্জে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করলেন এক বিদ্রোহী প্রার্থী
