জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি গতকাল ২৫ শে ফেব্রুয়ারী সোমবার ভোর রাতে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে ঘটেছে। জানা গেছে ৬ বছর পূর্বে ওই গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র প্রবাসী সাইফুর রহমান একই উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া সমাই বাজারের আব্দুল হান্নানের কন্যা আয়শা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে আয়শার কোন সন্তান হচ্ছিল না। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার দিন ভোরে প্রতিবেশীরা সাইফুর রহমানের বাড়িতে গিয়ে ঘরে আয়শার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আয়শার আত্মীয় স্বজনকে খবর দেয়। খবর পেয়ে আয়শার পিতা হান্নান জুড়ী থানার পুলিশ নিয়ে গিয়ে ঘরের আড়ার সাথে আয়শার ঝুলন্ত লাশ সনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। জুড়ী থানার ওসি মোঃ জাহাঙ্গির হোসেন সরদার বলেন, ময়না তদন্তের রির্পোট হাতে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা? এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত ঘাতক স্বামী সাইফুর রহমান পলাতক রয়েছে।
জুড়ীতে গৃহ বধুর লাশ উদ্ধার
