স্টাফ রিপোর্টার:
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলামের উপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজ বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির আয়োজনে কর্মবিরতি ও মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় কর্মবিরতি ঘণ্টা ব্যাপী কর্মবিরতি শুরু হয়। পরে কলেজের প্রশাসিনক ভবণের সামনে মানববন্ধনে মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা। মানববন্ধনে সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান দেবাশীষ দেবনাথের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হৃষি কেশ ধর, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জাকির হোসেন ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান ওসমানী।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক আবু জাফর চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফয়েজ আহমদ, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ ইমাম উদ্দিন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফি উদ্দিন, প্রাণীবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ সেলিম, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মহির উদ্দিন, প্রভাষক জিয়াউর রহমান সহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, গত ২৩শে ফেব্রুয়ারি নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলামকে মুখোশধারী সন্ত্রাসীরা হামলা করে। এর প্রতিবাদে সারাদেশ ব্যাপী সাধারণ শিক্ষা ক্যাডার সমিতি মানববন্ধন ও কর্মবিরতি পালন করে।
মৌলভীবাজার সরকারি কলেজে কর্মবিরতি পালন
