স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার পৌর শহরের পাগুলিয়া আবাসিক এলাকা, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পাগুলিয়া আবাসিক এলাকায় অবস্থিত জেইন রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মামুন ফামের্সীকে ১ হাজার টাকা, মামুন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, রোগীদের বিভিন্ন স্বাস্থ্যগত পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় করা, হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।
এসময় তার সহযোগীতায় ছিলো মৌলভীবাজার মডেল থানার পুলিশ ফোর্স।
মৌলভীবাজারে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
