কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালারায় বিল গ্রামে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি, ডালুয়া শাখা আয়োজন বাংলাদেশের মণিপুরীদের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার (২৫শে ফেব্রুয়ারী) সোমবার উদ্বোধন হয়েছে। বিকাল সাড়ে ৫ টায় জাতীয় পতাকা ও সংগঠনের ১৩ টি শাখা কমিটির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ মণিপুরী যুব আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন করবেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান,ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইউপি চেয়ারম্যান মোঃ এম এ হান্নান,প্রতাপ চন্দ্র সিংহ ও নিখিল কুমার সিংহ। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত মণিপুরীদের ১৩টি টিম অংশ নিয়েছে। এই খেলাকে ঘিরে মহামিলন মেলায় পরিণত হয়েছে কমলগঞ্জের ডালুয়া পরগনা। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে, ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, তীরন্দাজ, ৫০০ মিটার দৌড়, ম্যারাথন দৌড়। প্রতিযোগিতায় বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির ১৩ টি সাংগঠনিক শাখার টীম মাধবপুর, তিলকপুর, বালিগাঁও, মাধবপুর, তেতইগাঁও, গোলেরহাওর, বিষগাঁও চুনারুঘাট, গোয়াইনঘাটের বিছনাকান্দি, কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও, ছাতকের ধনীটিলা, সিলেটের মাছিমপুর ও স্বাগতিক ডালুয়া শাখা।
কমলগঞ্জে মণিপুরীদের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
