কমলগঞ্জ প্রতিনিধি:
দ্বিতীয় পর্যায়ে ১৮ মার্চ অনুষ্ঠিতব্য কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপিলে বৈধতা পেলেন ২ চেয়ারম্যান প্রার্থী ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী। গত ২০ জানুয়ারি যাছাই বাচাইকালে চেয়ারম্যান পদে ২ জনের ও ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। বৈধতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী কমলগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ও ওয়ার্কাস পার্টির মনোনিত প্রার্থী আব্দুল আহাদ (মিনার)। ভাইস চেয়ারম্যান পদে বৈধতা ফিরে ফেলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিদ্দেক আলী। সোমবার (২৫ ফেব্রুয়ারি) আপিল শুনানিকালে ব্যাংক ঋণ পরিষদের বৈধ কাগজপত্র উপস্থাপন করে চেয়ারম্যান পদে বৈধতা ফিরে পেলেন আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান। আয়কর রিটার্ন জমার কাগজ উপস্থাপন করে বৈধতা ফিরে পেয়েছেন ওয়ার্কার্স পার্টিও প্রার্থী আব্দুর আহাদ। অন্যদিকে ব্যাংক ঋণ পরিশোধের কাগজ উপস্থাপন করায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন সিদ্দেক আলী।
কমলগঞ্জে বৈধতা ফেলেন ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী
