শ্রীমঙ্গল প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ মনোনোয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার সকাল থেকেই শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচনী কার্য্যালয়ে দলীয় ও সতন্ত্র প্রার্থীরা মনোনোনয় জমা দেন।
নিবাচন কার্য্যালয় সুত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রাথী, জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল কাইয়ুম, আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে জমা দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক।
ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এনাম হোসেন চৌধুরী, পরিমল দাশ, এম এ রহিম নোমানী, হাসানুল হক দুলাল, মো. লিটন আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, মিতালী দত্ত, মোছাঃ শিরিনা আক্তার, হাজেরা খাতুন, পারভীন চৌধুরী।
এই উপজেলায় ৮০টি ভোট কেন্দ্রের ভোট ভোটার সংখ্যা ২১৯৫১৫। এর মধ্যে পুরুষ ১১০২১৪, নারী ১০৯৩০১। ভোট কক্ষ ৫৫১টি।