স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের আইডিয়েল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
রবিবার সকালে শহরের রঘুনন্দনপুরস্থ স্কুলের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ লিয়াকত আলী। স্কুলের অন্যতম প্রতিষ্টাতা ও শিক্ষক মুহাম্মদ পারভেজ এবং আনোয়ারুল হকের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী, সাংবাদিক আশরাফ আলী। অনুষ্টানে স্কুলের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ এমরান হোসাইন মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
মৌলভীবাজারের আইডিয়েল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ
