রাজনগর প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের রাজনগরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ১৬ জন প্রার্থী। উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার। ওই দিন বিকেলে সহকারী রিটার্নিং অফিসার রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার জানান, রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান, মুন্সীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য সাতির মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান খান, সাবেক ছাত্রনেতা নুরে আলম জিকু ও এডভোকেট আব্দুল মতিন চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অনদি রঞ্জন দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল আহমদ ছফু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পল্লি বিদ্যুৎতের এলাকা পরিচালক শাহেদুজ্জামান আনসারী মনাই, সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান ও আলাল মোল্লা ওরপে আলাল মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক মুক্তিরানী চক্রবর্তী, জেলা যুব মহিলালীগের সদস্য সুমাইয়া আক্তার সুমি ও হাসনা আক্তার।
Post Views:
0