কমলগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দ্বিতীয় ধাপ ১৮ মার্চে অনুষ্টিত উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১ ও বিদ্রোহী আওয়ামীলীগ ১ প্রার্থী সহ ২জন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান (আওয়ামীলীগ) ও বিদ্রোহী আওয়ামীলীগ ইমতিয়াজ আহমেদ বুলবুল (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী,মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংবাদিক শাব্বির এলাহী ও মুয়িন আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, মহিলা আওয়ামীলীগ নেত্রী বিলকিছ বেগম মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কমিশনার মো. জাহঙ্গীর আহমেদ চেয়ারম্যান ২ জন ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন সহ মোট ৮ প্রার্থী মনোনয়ন জমা দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়মীলীগ ও বিদ্রোহী আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা
