কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ধানের জমিতে কার্টনের ভেতরে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ভুমিগ্রামের মাদারীবন এলাকায় রাস্তার পাশে নবজাতকে পাওয়া যায়। স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১ টার দিকে রাস্তার অন্যপাশে কৃষি জমিতে কাজ করা অবস্থায় ২ কৃষক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। কান্নার আওয়াজ শুনে রাস্তার অন্যপাশে গিয়ে কার্টনের ভেতরে শিশুটিকে দেখতে পান। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের দল ঘটনাস্থলে যাওয়ার পূর্বে শিশুটি মারা যায়। পরে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করেছে।
Post Views:
0