কুলাউড়া প্রতিনিধি:
১৭ ফেব্রুযারি রোববার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় করণিয় নির্ধারণে আয়োজিত কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই আহ্বান উচ্চারণ করেন প্রধান অতিথি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিসবাউর রহমান।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েলের পরিচালনায় এছাড়াও বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সাবেক সভাপতি মুকিম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, নৌকা প্রতিকে দলীয় মনোনীত কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও চা শ্রমিক পঞ্চায়েতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের একক প্রার্থী ফাতেহা ফেরদৌস চৌধুরী পপির পক্ষে কাজ করার আহব্বান জানানো হয়। তিনি উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি।
কুলাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও কেন্দ্রিয় কৃষক লীগ নেতা শফিউল আলমের স্ত্রী ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি। দলীয় মনোনয়ন পেয়ে তিনি, জেলা ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
কুলাউড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে পপি চৌধুরীকে আ’লীগের একক প্রার্থী ঘোষণা
