কমলগঞ্জ প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১ জন ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জানা যায়, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান । ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী ও নতুন হিসেবে নারায়ন পাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) পারভীন আক্তার লিলি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম মনোনয়ন পত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন আগামী ১৮ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন।
Post Views:
0