জুড়ী প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জুড়ী উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি রুস্তম আলী।
রুস্তম আলী এর আগে সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে জুড়ী উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ওলামালীগের সভাপতি নির্বাচিত হয়ে জুড়ী উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী ওলামালীগের কমিটি গঠন করেন। যা জুড়ী উপজেলার জন্য সর্বপ্রথম। জুড়ী বিল্ডিং শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।
রুস্তম আলী এবারের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাই তিনি সকলের কাছে দোয়া চান। নির্বাচিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি, জামাত-শিবির মুক্ত উন্নত জুড়ী নির্মাণে কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন।
রুস্তম আলী বলেন, আমি দীর্ঘদিন থেকে আওয়ামীলীগে রাজনীতির সাথে জড়িত। আমার চাচাতো ভাই মুক্তিযোদ্ধা। চাচাকে রাজাকার আল বদরের সহযোগিতায় পাকিস্তানীরা নির্মমভাবে হত্যা করে। আমাদের পরিবারের সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রীয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিভিন্ন সময় আমি এলাকার দলীয় কর্মকান্ডকে তরান্বিত করতে কাজ করে আসছি। ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করে জুড়ী উপজেলাকে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করতে পারব বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, জুড়ী উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানে সকল ধর্মের মানুষ সমানভাবে ও আন্তরিকতার সাথে একে অপরের সহযোগিতা করে আসছেন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং জামাত-শিবির মুক্ত উপজেলা গঠনে সর্বাত্মকভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।
উল্লেখ্য,তিনি (৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাজধানী ঢাকাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যলয় থেকে মনোনয়ন পত্র ক্রয় করে জমা দিয়েছেন।
Post Views:
0