রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে সূচনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেভ দ্যা চিল্ড্রেনের ম্যানেজার মো. আবুবকর সিদ্দিক, সিএনআরএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আনিছুর রহমান, ইউপি সদস্য এনামুল হক চৌধুরী, ছয়ফুল আলম, শাকিল মিয়া প্রমুখ। চলতি বছর থেকে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুষ্টি ঘাটতি পূরণে এই প্রকল্প বাস্তবায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কাজ করছে। যুক্তরাজ্য সরকারের ইউকেএইড ও ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে সেভ দ্যা চিল্ড্রেনের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নে কারিগরী সহায়তা করছে ওয়ার্ল্ড ফিস, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইডিই-বাংলাদেশ। মা ও শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বতার হার কমিয়ে আনার লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নের ৫টিতে কাজ করছে সিএনআরএস। ২০২০ সাল থেকে অন্য ৩টি ইউনিয়নেও এই কার্যক্রম শুরু হবে বলে অবহিতকরণ সভায় জানানো হয়।
রাজনগরে সূচনা প্রকল্পের অবহিতকরণ সভা
