বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের মনোনয়ন আগামী ২৪ ঘন্টার মধ্যে বাতিল এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১০ ফেব্রুয়ারি) বেলা ১:০০ টায় বড়লেখা পৌরশহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে পৌর শহরের ডাকবাংলো প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী সোয়েব আহমদ।
তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীর মতামত উপেক্ষা করে কালো টাকার বিনিময়ে আমাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। আমাকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে আপনারা আমাদের প্রিয় সভানেত্রী শেখ হাসিনার বরাবরে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাবরে দলীয় মনোনয়ন প্রত্যাখান করে যে দাবিটুকু জানিয়েছেন, আমি আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করলাম।
বক্তব্যের একপর্যায়ে সোয়েব কান্নায় ভেঙে পড়েন। এসময় উপস্থিত অনেক নেতাকর্মীরাও অঝেরে কাঁদতে থাকেন। তিনি দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আপনার যে সিদ্ধান্তদেবেন, আমি তা মেনে নেবো।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কেন্দ্র থেকে তাঁকে মনোনয় দেওয়া হয়নি।
বড়লেখায় নেতাকর্মীদের নিয়ে আন্দোলনে সোয়েব





















