স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের রাজনগরে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেফুল কর নামের এক যুবক। তার নতুন নাম রাখা হয়েছে আমিনুল ইসলাম।
বুধবার রাজনগর মুহাম্মদীয়া আলীয় মাদরাসার ময়দানে ২দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে তিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওই মাহফিলে প্রধান অতিথি মুফতি আমির হামযা তাকে কালিমা পাঠ করান।
সে রাজনগর উপজেলা রাজনগর টেংরা বাজার ইউনিয়নের মৃত: জগিন্দ্র কর এর ছেলে।
রাজনগরে হিন্দু থেকে মুসলিম হলেন সেফুল
