স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টশন করেছেন জেলা সিভিল সার্জন।
বৃহস্পতিবার দুপুরে ইপিআই সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সহকারী সিভিল সার্জন ডাঃ সায়মা মুজাহিদ লিজা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
ওরিয়েন্টশন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ মোঃ শাহজাহান কবীর চৌধুরী।
এ সময় তিনি জানান আগামী শনিবার জেলাব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের (২য় রাউন্ড) অনুষ্ঠিত হবে। এতে জেলার সর্বমোট ২লক্ষ ৭৪ হাজার ৫৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামীকাল শনিবার ২লাখ ৭৪হাজার ৫৩জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
