কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে স্বামীকে কূপিয়ে হত্যার অভিযোগে পলাতক স্ত্রী রিমা বেগম রেজনকে (৩৫) আটক করেছে পুলিশ। কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা ৩০ জানুয়ারী বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, মঙ্গলবার (২৯জানুয়ারী) রাতে কুলাউড়া থানার এসআই সানাউল্লাহ এর নেতৃত্বে একদল পুলিশ কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মুকিত মিয়ার বাড়ি থেকে রিমাকে আটক করেন। এ ঘটনায় নিহত মুসলিমের ভাই মো. মবশ্বির আলী বাদী হয়ে গত ২৮ জানুয়ারী রেজন বেগমকে আসামী করে মামলা (নং-৪২) দায়ের করেন। ঘটনার পরদিন সোমবার সকালে রিমা বেগমের চাচাতো ভাই জাকির হোসেনকে আটক করে পুলিশ। তবে পুলিশের দাবী, জাকিরকে আটক করা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিলো। পরবর্তীতে ছেড়ে দেয়া হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে রেজন আত্মগোপনে ছিলেন। পুলিশের সাঁড়াশি অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারী রাত ১০টার দিকে স্বামী মুসলিম উদ্দিনকে (৪০) দা দিয়ে কূপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান তার স্ত্রী রিমা বেগম রেজন। পরে রাত ১১ টার দিকে কুলাউড়া উপজেলা হাসপাতালে মুসলিমের মৃত্যু হয়। নিহত মুসলিম উদ্দিনের সাথে একই উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর (নওয়াগাঁও) এলাকার আব্দুল মন্নানের মেয়ে রিমা বেগম রেজনের বিয়ে হয় গত ১৩ বছর আগে। সাদিয়া, নাদিয়া, নাহিদ ও সাহিদ নামক ৪টি সন্তান রয়েছে তাদের।
(ছবি ক্যাপশন- কুলাউড়ায় স্বামীকে কূপিয়ে হত্যার অভিযোগে পলাতক স্ত্রী রিমা বেগম রেজনকে আটক করেছে পুলিশ।)