স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার বিসিক শিল্প নগরী ও জেলা কারাগারের ময়লায় দূষিত হয়ে উঠেছে শহরতলীর গোমড়াসহ আশপাশের এলাকা। ময়লার দূর্গন্ধে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যাত্রীরাও চরম দূর্ভোগ পুহাচ্ছেন। মারাত্মক দূর্গন্ধে বিভিন্ন রোগ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। ইতি মধ্যে কয়েকজন শিশু ও বয়স্কসহ বেশ কয়েক জন লোক অসুস্থ্য হয়েছেন বলে জানা যায়। জেলা কারাগারে অবস্থানরত আসামীদের সাথে সাক্ষাৎ করতে আশা স্বজনরাও দুর্ভোগে পড়ছেন প্রতিনিয়ত। দুর্গন্ধে প্রধান ফটকের সামনে কিংবা চা স্টলেও বসার উপায় নেই।
এ থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসী মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার বললেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। পরে বুধবার দুপুরে এলাকাবাসীর পক্ষে জেল সুপার ও বিসিক শিল্প নগরীর পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, কারাগার ও বিসিকের ময়লায় জনগনের স¦াভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। ময়লা-আবর্জনা থেকে প্রতিনিয়ত নানা রোগ জীবাণু এলাকায় চড়িয়ে পড়ছে। বিশেষ করে পায়ে হেটে যাওয়া লোকজন বিভিন্ন ভাইরাস জনিত রোগে আক্তান্ত হচ্ছে।
ইউমেন ওয়েলফেয়ার সোসাটির সভাপতি আফজল হোসেন বলেন, কারাগারের ময়লা জনস্বাস্থ্যের জন্য হুমকি। পচা-দূর্গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়। ময়লা থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে এবং মানুষ বিভিন্ন রোগে আক্তান্ত হচ্ছে। দিন দিন মশা মাছির উপদ্রব বাড়ছে। আমরা এ থেকে মুক্তি চাই। অভিযোগকারী ময়নুল ইসলাম বলেন, বিসিক এবং কারাগারেরস ময়লা-আবর্জনা আমাদের স্বাভাবিক জীবন বিপন্ন করে দিয়েছে। কর্তৃপক্ষকে বারবার মৌখিক বলার পরও কোন প্রতিকার মিলেনি, তাই এবার লিখিত অভিযোগ দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে পরবর্তীতে আন্দোলনে যাব।
এবিষয়ে জেল সুপার অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ময়লা সরানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Post Views:
0