কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে শুক্রবার (২৫ জানুয়ারি) ১১তম মণিপুরী মীতৈ ভাষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আদমপুর তেতইগাঁও রশীদ উদ্দন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টায় এ উৎসব অনুষ্ঠিত হয়।
মণিপুরী মুসলিম ও মীতৈ সম্প্রদায়ের ব্যবহৃত মীতৈ ভাষার সুষ্ঠু বিকাশ ও চর্চার আলোকে কমলগঞ্জে ২০০৮ সাল থেকে এ উৎসব পারিত হচ্ছে। শুক্রবার সকালে বীরেন্দ্র সিংহের সভাপতিত্বে মণিপুরী মীতৈ ভাষা উৎসবের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মতিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক এ কে শেরাম, লেখক মো. আব্দুস সামাদ, খুরশেদ আলী ও ইবুংহাল সিংহ শ্যামল। আলোচনা সভা শেষে ক শাখা (১ম থেকে ৮ম শ্রেণি) ও খ শাখার (৯ম থেকে ১০ শ্রেণি) ছাত্রদের অংশ গ্রহনে ৪৫ মিনিটের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ ১১তম মণিপুরী ভাষা উৎসব অনুষ্ঠিত
