কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেমস্ সমাজ কল্যান পরিষদ কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ পৌর মেয়র মো.জুয়েল আহমেদ। মোর্শদ রাজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ জামাল হোসেন, গোলাম মোস্তফা সাফু, হুমায়ুন কবির।
উদ্বোধনী খেলায় সূর্যকান্ত স্মৃতি স্পোটিং ক্লাবকে ৮ উইকেটে পরাজিত করে তিতুমীর স্পোটিং ক্লাব। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তিতুমীর স্পোটিং ক্লাবের জুবেল। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করেছে।
কমলগঞ্জে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
