কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শমশেরনগর চাতলাপুর সড়কে কমলগঞ্জ থানার এএসআই আয়াজ মাহমুদ ও এ এসআই আব্দুল হামিদ ধাওয়া করে আমিনুল ইসলাম সেন্টু নামের ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। আটক ইয়াবা ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ১২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সে শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের মৃত সিরাজুল ইসলামের বড় ছেলে।
এএসআই আয়াজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আমিনুল ইসলাম সেন্টু নিয়মিত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাকে অনুসরণ করেই আটক করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হবে বলেও তিনি জানান।
কমলগঞ্জে ইয়াবা সহ আটক
