কুলাউড়া প্রতিনিধি:
আসন্ন উপজেলা নির্বাচনে কুলাউড়া উপজেলায় আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভিড় লক্ষণীয়। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে এ উপজেলায় রয়েছেন প্রায় হাফ ডজন খানেক প্রবীণ ও নবীন প্রার্থী। তাদের মধ্যে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সফি আহমদ সলমান মাঠপর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি গণসংযোগ করছেন।
তফসিল ঘোষনার আগেই নিজের সম্ভাব্য প্রার্থীতা ঘোষনা করে বেশ জুরেসুরে আগাম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত এক সপ্তাহ থেকে উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে পথসভাসহ নানা বয়সী মানুষজনকে নিয়ে মতবিনিময় করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন চা-বাগানে গিয়ে শ্রমিকদের সাথে কুশল বিনিময় করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেয়ার কথা তুলে ধরে তাদের আশির্বাদ ও সহযোগীতা কামনা করেন।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী জানান, ইতোমধ্যে উপজেলার বেশ কয়েকটি এলাকায় গিয়ে পথসভা করেছেন সফি আহমদ সলমান। পর্যায়ক্রমে উপজেলার ১৩টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গিয়ে পথসভা করার মনস্থ করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন-দিলদারপুর-বিজয়া চা-বাগানের শ্রমিকদের সাথে মতবিনিময় করা হয়। সন্ধ্যা পরে স্থানীয় পুশাইনগর ও বিজয়াবাজারে পথসভা করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে এম সফি আহমদ সলমান। এছাড়াও বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, জয়চন্ডী ইউপির প্যানেল চেয়ারম্যান খালিক মিয়া, ইউপি সদস্য মনু মিয়া, রমজান আলী, আজমল আলী, দুদু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, বাগান পঞ্চায়েত সভাপতি মোহন লাল দাস, কিরণ বৈদ্য, ইউপি আওয়ামীলীগের সভাপতি আমির আলী কালাই, সম্পাদক রুহুল আমিন, শ্রমিকলীগ নেতা মনির আহমদ প্রমুখ।
উপজেলা নির্বাচন কুলাউড়ায় আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সলমানের গণসংযোগ
