জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সামাজিক ও সেবামূলক সংগঠন প্রত্যয় ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত “ শেখ রাসেল ফ্রি ফ্রাইডে স্কুল” কর্তৃক প্রতি বছরেরর মতো এ বছরও সুবিধাবঞ্চিত ও চা জনগোষ্ঠীর সন্তানদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শুক্রবার সকালে প্রত্যয়ের শেখ রাসেল ফ্রাইডে ফ্রি স্কুলে এ উপকরণ প্রদান করা হয়। এসময় মোট ৫০ জন শিক্ষার্থীর হাতে উপকরণ তুলে দেওয়া হয়। সংগঠনের আইসিটি কো-অর্ডিনেটর খন্দকার মাসুমের উপস্থাপনায় সংগঠনের প্রতিষ্ঠাতা মিফতাহ এম আহমেদ লিটনের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রনজিৎ কুমার নাথ। বিগত বছরে উপকারভোগী বিভিন্ন শিক্ষার্থীরা এ সময় তাদের অনুভুতি ব্যক্ত করেন।
প্রত্যয়ের বছর ব্যাপী শিক্ষা উপকরণ বিতরণ শুরু
![প্রত্যয়ের বছর ব্যাপী শিক্ষা উপকরণ বিতরণ শুরু](https://mbpratidin.com/wp-content/uploads/2019/01/juri.jpeg)