কমলগঞ্জ প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে কুলাউড়ার গুতগুতি গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় দুটি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সৈয়দ মো: কলা মিয়া । ঘটনাটি বুধবার (১৬ জানুয়ারী) দিবাগত রাত ১ টায় ঘটেছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের সৈয়দ মো: কলা মিয়ার বসতঘরের পার্শ্বে গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয় এলাকার কতিপয় দুষ্কৃতিকারী।
বুধবার দিবাগত রাত ১ টার দিকে আগুন লাগানো হলে মুহুর্তে আগুনে পার্শ্ববর্তী খড়ের ঘরও পুড়ে যায়। এসময় গোয়ালঘরে রাখা দু’টি গরু পুড়ে যায়। সাথে সাথে কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রতে আনতে সক্ষম হয়। নতুবা পাশের আরও ৩/৪টি বাড়ি জ্বলে যাওয়ার আশক্ষা ছিল। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা জানিয়েছেন। এদিকে নির্বাচনে একটি পক্ষে থাকায় অন্য পক্ষের লোকজন শত্রুতাবশত: ঘরে আগুন দিয়ে ক্ষয়ক্ষতি করেছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ মো: কলা মিয়া। সোয়া লাখ টাকায় দফারফা
কুলাউড়ায় গোয়ালঘরে আগুন: দু’টি গরু পুড়ে ছাই
