শেরপুর প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলা ১নং খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর ইয়াংষ্টার এর উদ্যোগে টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রবিবার বিকেলে স্থানীয় মাঠে অনুষ্টিত হয়।
ফাইনালে বৈঠাখাল সবুজ সংঘ মোকাবিলা করে স্বাগতিক খঞ্জনপুর ইয়াংষ্টারের। প্রথমে ব্যাট করে স্বাগতিকরা নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটের বিনিময় ৮৯ রান করে, জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ে লক্ষে বৈটাখাল পৌছে যায়। বিজয়ী দলের পক্ষে সিলেট সিক্সার্সের খেলোয়ার বৈটাখালের পক্ষে বোলিং করে রোমান আহমেদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি আবু মিয়া চৌধুরী, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, সাবেক মেম্বার হাজী বোরহান উদ্দিন, হাজী আব্দুল বারী, তালেব উদ্দিন, মুজিবুর রহমান, কুতুব উদ্দিন, পিন্টু দাস, নাইয়র মিয়া, ইসলাম উদ্দিন, রায়হান,মুমিন, প্রশান্ত, গোলজার ও ইকবাল।
খঞ্জনপুর টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত
