কমলগঞ্জ প্রতিনিধি:
ক্ষুদ্র নৃ-গোষ্টী ছাত্র/ ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিক্ষা বিষয়ক শিক্ষা বিষয়ক কনভেশন ২০১৯ অনুষ্টিত হয় সোমবার (১৪ জানুয়ারী) ইন্ডিজিনাস মনিপুরী কালচারাল এন্ড এডুকেশন ডেভোলাপমেন্টের আয়োজনে সোমবার দুপুর ১:৩০ সময় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত শিক্ষা বিষয়ক সমাবেশে সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, গেষ্ট অফ অনার ছিলেন বাংলাদেশের সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার এল কৃষ্ণ মুর্তি। অনুষ্টানে শিক্ষিকা অনামিকা সিনহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক,মনিপুরী সমাজকল্যান সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রতাপ সিংহ প্রমূখ। ক্ষুদ্র নৃ-গোষ্টী ছাত্র/ ছাত্রী ও অভিভাবকের পক্ষে স্বাগতিক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, মনিপুরী সমাজকল্যান সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি স্বপন কুমার সিংহ,সম্পাদক কমলাবাবু সিংহ, দপ্তর ও প্রচার সম্পাদক সুশিল সিংহ ও মনিপুরী কমিনিউটি নেতা মিলন সিংহ জ্যোতি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে সমাবেশ সমাপ্ত ঘটে।
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টী ছাত্র ছাত্রী ও অভিভাবক নিয়ে শিক্ষা বিষয়ক কনভেশন
