কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাধীন উত্তর আলেপুর এলাকায় বসতঘরে অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে রবিবার (১৩ জানুয়ারী) সকালে পৌরসভাধীন উত্তর আলেপুর এলাকার সুয়েব মিয়ার বসতবাড়ীতে ।
সুয়েব মিয়া জানান, রান্নাঘর থেকেই হঠাৎ করে এ আগুনের সুত্রপাতের ঘটনাটি ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে বসবঘরটি সম্পুর্ণ ভষ্মিভুত হয়ে প্রায় ৪ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয় । পরে খবর গেয়ে কমলগঞ্জ অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌছানোর আগেই পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ বিষযে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল কাদির জানান, রাস্তা সরু হওয়ায় বড় গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে পারিনি।তবে যানটি ছোট হলে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হত।
Post Views:
0