কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাধীন উত্তর আলেপুর এলাকায় বসতঘরে অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে রবিবার (১৩ জানুয়ারী) সকালে পৌরসভাধীন উত্তর আলেপুর এলাকার সুয়েব মিয়ার বসতবাড়ীতে ।
সুয়েব মিয়া জানান, রান্নাঘর থেকেই হঠাৎ করে এ আগুনের সুত্রপাতের ঘটনাটি ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে বসবঘরটি সম্পুর্ণ ভষ্মিভুত হয়ে প্রায় ৪ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয় । পরে খবর গেয়ে কমলগঞ্জ অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌছানোর আগেই পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ বিষযে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল কাদির জানান, রাস্তা সরু হওয়ায় বড় গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে পারিনি।তবে যানটি ছোট হলে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হত।
কমলগঞ্জে বসতঘরে অগ্নিকান্ডে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি
