কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের পাশের ডোবা থেকে রইছ আলী (৬৫) নামক এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১৮ ডিসেম্বর সকালে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রইছ আলী কুলাউড়া উপজেলার সাদিপুর এলাকার বাসিন্দা এবং তিনি একজন মানসিক প্রতিবন্ধি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের পাশের ডোবায় এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে জুড়ী থানা পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে নিহত রইছ আলীর পরিবারের লোকজন জুড়ী থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। নিহত রইছ আলী কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা।
জুড়ী থানার অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, ধারণা করা হচ্ছে রাতের গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাছাড়া নিহতের পরিবার তাকে একজন মানসিক রোগী বলে জানিয়েছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রাস্তার পাশের ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
