কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার ২- কুলাউড়া নির্বাচনী আসনে মহাজোট প্রার্থী এমএম শাহীন নৌকা প্রতিকের প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। এখানে মহাজোটের জনপ্রিয়তা ও ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে এলাকায় গণজোয়ার সৃষ্টি করেছেন। পাশাপশি উন্নয়নের স্বার্থে সরকারের ধরাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন নৌকার কান্ডারি এমএম শাহীন।
মহাজোটের প্রার্থী এমএম শাহীন প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে উন্নয়নের প্রতিশ্রুতিতে সাধারণ ভোটারদের আকৃষ্ট করছেন। নির্বাচনী প্রচারণায় এমএম শাহীন বলেন, আমরা আশাবাদী আগামীদিনে সরকার ক্ষমতায় থাকবে। যদি কুলাউড়ার কাঙ্খিত উন্নয়ন চান, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিন। কুলাউড়ার সার্বিক উন্নয়নের দায়িত্বভার প্রধানমন্ত্রী নিজে বাস্তবায়ন করবেন। শুধু ভোট দেয়ার দায়িত্ব কুলাউড়াবাসীর। কোন মিথ্যা আশ^াসে কিংবা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবেন না।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন এমপি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সিলেট বিএমএর সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম, যুবলীগ সভাপতি আব্দুস সহিদ, সম্পাদক মইনুল ইসলাম সবুজ, আল ইসলাহ সভাপতি কাজী খন্দকার ফখরুল ইসলাম, ছাত্রলীগ সম্পাদক আবু সায়হাম রুমেল, পৌর সভাপতি হাবিবুর রহমান জনিসহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ, আল ইসলাহসহ মহাজোটের শরিক দলগুলো প্রচার প্রচারণায় অংশ নিচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন এমপি জানান, কুলাউড়ার উন্নয়ন করবেন প্রধানমন্ত্রী নিজে। আমরা শুধু তাঁর মনোনীত ব্যক্তিকে নির্বাচিত করার জন্য কাজ করছি।
এদিকে এই আসনে ঐক্যফ্রন্টের পক্ষে ধানের শীষের প্রার্থী সুলতান মো. মনসুর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে সোমবার বিকেল থেকে ুিন¤œচাপের প্রভাবে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি প্রার্থীদের প্রচার প্রচারণায়ও বিঘœ সৃষ্টি করতে পারেনি।
Post Views:
0