কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুকে যৌন হয়রানির অভিযোগে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
মঙ্গলবার ১৮ ডিসেম্বর বিকাল ৩টায় জয়চন্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এই অভিযোগ ছাড়াও চেয়ারম্যান কমরুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে আরও ১০-১২টি মামলা রয়েছে বলে পুলিশ ও আদালত সুত্রে জানা গেছে। এরমধ্যে ৬টি মামলা থেকে তিনি নিষ্ক্রিতি পেয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার জয়চন্ডী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেফতার করা হয়। একই ইউনিয়নের রঙ্গিরকুল গ্রামের বাসিন্দা মাসুক মিয়ার স্ত্রী হাসনা বেগম চেয়ারম্যান কমরুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১৯ তাং ১৬/১২/১৮) দায়ের করেন। গৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সুষ্পষ্ট মামলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাছাড়া সোমবার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়ায় নৌকার অফিসে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার ছেড়ে দেয়া হয়।
কুলাউড়ায় যৌন হয়রানির অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক
