কমলগঞ্জ প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদকে নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার ৪ আসনে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) মনোনোয়ন জমা দেওয়া আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচনের মাঠে চষে বেড়াতে দেখা যায়। তবে এই নির্বাচনী আসনের গণফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ উদীয়মান সূর্য প্রতীকের ব্যালটে আছেন কিন্তু নির্বাচনী মাঠে একেবারেই নেই। অন্য সব প্রার্থীর পোস্টার, লিফলেট, ব্যানার, মাইকিং দেখা গেলেও তার কোন প্রচারনা দেখা যায়নি।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে (২৮ নভেম্বর) অনেকটা নিভৃতেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গণফোরাম মনোনীত এই প্রার্থী অ্যাড. শান্তিপদ ঘোষ। গণ ফোরাম ঐক্যফ্রন্টের জোটে থাকলেও ঐক্যফ্রন্ট এই আসনে বিএনপি প্রার্থী হাজি মুজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী ঘোষণা করলেও শেষ সময়েও প্রার্থীতা প্রত্যাহার করেননি গণ ফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ।
এমনকি তিনি গত ১০ ডিসেম্বর দলীয় প্রতীক উদীয়মান সূর্য গ্রহন করেছেন। তার পরও তাকে নির্বাচনী মাঠে দেখা যায়নি। এমনকি গত ১৩ ডিসেম্বর কমলগঞ্জে সুজন (সুশাসনের জন্য নাগরিক) আয়োজিত “জনগনের মুখোমুখি প্রার্থীরা” অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রার্থী উপাধ্যক্ষ ড.এম এ শহীদ, বিএনপির প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন উপস্থিত থাকলেও ছিলেন না শান্তিপদ ঘোষ।
সচেতন মহল মনে করেন গণফোরাম প্রার্থী অবশেষে কাউকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে থেকে যাচ্ছে তার প্রতীক। তিনি একজন বিজ্ঞ আইনজীবি ও পরিচিত মুখ ছিলেন। তিনি নির্বাাচনী প্রচারনায় থাকলে হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ও সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ভোট আদায় করে নিতে পারতেন। আর ব্যালটে প্রতীক থাকার কারণে ভুলক্রমে হোক আর কোন কারণেই হোক কিছু ভোট যাবে এই প্রতীকে।
এ ব্যাপারে শান্তিপদ ঘোষের সাথে কথা বললে তিনি বলেন, আমি আমার ব্যাক্তিগত কৌশলজনিত কারণে প্রচারে নামছি না। আর আমি কিছুটা অসুস্থও। সুস্থ হলেই মাঠে নামবো আমি। শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন,সময় আসলে সব বলবো, এখন বলছি না।
ব্যালটে আছেন তবে নির্বাচনের মাঠে নেই!
