স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফন্ট প্রার্থী এম নাসের রহমানের ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল রোডস্থ চেয়ারম্যান মার্কেটে জগন্নাথপুর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও আব্বাস উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফন্ট প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা বিএনপি সভাপতি কাউন্সিলর আয়াছ আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট মামুন মিয়া ও মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মসুদ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের প্রচার সম্পাদক রাফু আহমদ, বিএনপি নেতা সৈয়দ ফয়ছল আহমদ, জয়নাল আবেদিন কাজল, ইলিয়াছ মিয়া, যুবদল নেতা উজ্জল মিয়া, ছাত্রদল নেতা বাবলু তালুকদার, রাজু আহমদ, সুমন মিয়া, নেসার আহমদ, তোফায়েল আহমদ, আরমান আলী, ছাত্র সমাজের জেলা সভাপতি আবদাল হোসেন।
নাসের রহমান তার বক্তব্যে বলেন, সরকার জনসমর্থন হারিয়ে দেওলিয়া হয়ে গেছে। তাই আপনাদেও সজাগ থাকতে এবং ভোট সেন্টার পাহারা দিতে হবে। ভোট দিয়ে কেহ বাড়ীতে যাবেন না। নিজের ভোট নিজেই রক্ষা করবেন, নয়তোবা আপনার অন্য জায়গায় চলে যাবে।
তিনি অভিযোগ করে বলেন, সরকার প্রশাসন দিয়ে আমাদের নেতা কর্মীদের মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে গণ গ্রেপ্তার চালাচ্ছে।
তিনি আরোও বলেন, জগন্নাথপুরের এই সেন্টার ধানের শীষের সেন্টার, তাই আওয়ামীলীগ যাতে সেন্টার দখল করতে না পারে আপনারা সজাগ থাকবেন ।
এসময় তিনি সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।