স্টাফ রিপোর্টার:
নির্বাচনী ইশতেহার ঘোষণার পরপরই মৌলভীবাজার জেলা বিএনপির দীর্ঘ এক যুগের বিভক্তির সমাধান হয়। শুধু শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা ব্যতিত জেলার বাকী সব জায়গায়ই বিভেদ ভুলে একই সারিতে দাঁড়ান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু জেলা ব্যাপি নির্বাচনী গণসংযোগে শরিকদের সাথে সমন্বয়ে ব্যর্থ হয়েছে জেলা বিএনপি। ধানের শীষের নির্বাচনী গণসংযোগে মৌলভীবাজারের ৪টি আসনেই শরিকদের অনুপস্থিত চোখে পড়ার মতো।
এদিকে প্রতীক পাবার পর থেকেই বিএনপি নেতাকার্মীদের সাথে নিয়ে মৌলভীবাজার-৩ আসনে গণসংযোগে নামেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী এম নাসের রহমান। ধানের শীষের পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মরণ কামড় দিয়ে গণসংযোগ চালালেও অনুপস্থিত জোটের শরিক দলের নেতাকর্মীরা। নামকাওয়াস্তে মাঝে মধ্যে ২/১টি নির্বাচনী সভা সমাবেশে উপজেলা পর্যায়ের হাতে গোনা কয়েকজন নেতাকে উপস্থিত দেখা যায়। এনিয়ে ক্ষোব্ধ বিএনপি’র সিনিয়র নেতারা। তবে জোটের শরিক দলের কয়েকজন নেতা নাম গোপন রাখার শর্তে প্রতিবেদককে বলেন, ধানের শীষের পক্ষে কাজ করার জন্য কেন্দ্রের কড়া নির্দেশ রয়েছে। কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে সমন্বয় না হওয়ায় আমরা নেতাকর্মীদের মাঠে নামাতে পারছি না। কিন্তু কর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করতে প্রস্তুত এবং আমরা নিজ নিজ বলয় থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি।
অনুসন্ধানে জানা যায়, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনসহ জেলার অন্য ৩টি আসনেও একই অবস্থা বিরাজ করছে। সক্রিয়ভাবে এখনও জোটের শরিক দলের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ওই আসনে জোটের শরিক জামায়াতের বড় অংকের ভোট ব্যাংক ও দলীয় কর্মী রয়েছে। কিন্তু ওই আসনে এখন পর্যন্ত ধানের শীষের পক্ষে জামায়াতের নেতাকর্মীদের গণসংযোগে তেমনটা দেখা যায়নি। একই অবস্থা অন্যান্য শরিকদের। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদ ধানের শীষ নিয়ে নির্বাচনে নেমেছেন। খোঁজ নিয়ে জানা গেছে ওই আসনে জামায়াত ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা মাঝে মধ্যে ২/১ টি পথ সভায় উপস্থিত হচ্ছেন। কিন্তু মাঠ পর্যায়ে গণসংযোগে তাদের তেমন তৎপরতা নেই। এদিকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী মোঃ মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ নিয়ে নির্বাচনী মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতীক পাওয়ার পর থেকে ধানের শীষকে বিজয়ী করতে মরণ কামড় দিয়ে লেগেছেন ওই নেতা। কিন্তু এখনও শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপি’র দীর্ঘ দিনের দলীয় গ্রুপিং সমাধান না হওয়ায় উভয় গ্রুপের নেতারা বিচ্ছিন্ন ভাবে ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন। ওই আসনে ধানের শীষের পক্ষে শরিক দলের কর্মীদের তেমনটা দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপি’র এক সিনিয়র নেতা বলেন, অদ্যবধি মৌলভীবাজারে জোটের নির্বাচনী কোনো সভা হয়নি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সাথে মৌলভীবাজারে জোটের সমন্বয় হয়নি। যার ফলে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়বে।
এবিষয়ে জেলা খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী বলেন, এখন পর্যন্ত নির্বাচনী গণসংযোগ নিয়ে বিএনপি’র সাথে আমাদের বৈঠক হয়নি। তবে জোটে আছি বলে নেতাকর্মীদের বলে দিয়েছি কাজ করার জন্য।
জেলা জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মাওলানা আব্দুল মালিক বলেন, সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা বিএনপির সাথে বসেছেন। কিন্তু আমি উপস্থিত থাকতে পারিনি। কি আলোচনা হয়েছে আমার জানা নেই।
জেলা জামায়াতের সেক্রেটারী ইঞ্জিণিয়ার এম শাহেদ আলী বলেন, বিএনপি নেতাদের সাথে আমরা বসেছি এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করার জন্য নেতাকর্মীদের বলে দেয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, জোটের অন্যান্য শরিক দলের নেতাকর্মীরা তাদের অবস্থান থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করছে এবং তাদের সাথে আমাদের যোগাযোগও রয়েছে।
Post Views:
0