স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমানের ধানের শীষের পোস্টার ছিড়ার অভিযোগ করছেন বিএনপি নেতারা।
রাজনগর উপজেলা সংলগ্ন বাজার ও টেংরা ইউনিয়নের রামভদ্রপুর এলাকায় বৃহস্পতিবার ধানের শীষের পোস্টার ছিড়ার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা বলছেন, একদিকে পুলিশ নেতাকর্মীদের হয়রানি করছে এবং অন্যদিকে আমাদের প্রার্থীর পোস্টার ছিড়া হচ্ছে।
তারা আরোও বলেন, নির্বাচন কমিশন এখনো নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে পারেনি।
রাজনগরে ধানের শীষের পোস্টার ছিড়ার অভিযোগ
