স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আজাদীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। তার বাড়ী উপজেলার বাছিরপুর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাড়ীর পাশের মসজিদে জুমআর নামাজ শেষে বের হওয়ার সময় লুৎফর রহমানকে আটক করে পুলিশ।
জুড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, তার বিরোদ্ধে বর্তমানে কোন মামলা ছিলো না। এর আগে একটি গায়েবী মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে ১৩ ডিসেম্বর বাড়িতে এসেছিলেন। কিন্তু পুলিশ কোন সুনির্দিষ্ট মামলা ছাড়াই আরেকটি গায়েবী মামলায় তাকে আটক করেছে।
তিনি অভিযোগ করে বলেন, এভাবে কোন মামলা ছাড়াই নেতাকর্মীদের আটক করে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হচ্ছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরোদ্ধে নাশকতার মামলা রয়েছে।
Post Views:
0