স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিএনপি’র দুই নেতাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন- আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম আহমদ ও মনুমুখ ইউনিয়ন যুবদল নেতা আফজল আহমদ।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের নেতাকর্মীদের আটক করছে পুলিশ। তাদের নামে কোন মামলা না থাকা সত্বেও গায়েবী মামলা দিয়ে তাদের আটক করা হচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের নিয়মিত মামলায় আটক করা হয়েছে।
মৌলভীবাজারে বিএনপি’র দুই নেতা আটক
