স্টাফ রিপোর্টার:
নৌকার সমর্থনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামীলীগের প্রার্থীর সমর্থনে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এর নেতৃত্বে পৌর শহরের চৌমূহনা ও শমসেরনগর রোডে গণসংযোগ হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) সকালে গণসংযোগে এসময় তার সাথে ছিলেন আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন, সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সুয়েব, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুর রহমান বাবুল, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সায়রা মহসীন বলেন, আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতিককে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এবং মৌলভীবাজার-৩ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।